তুমি চাইলে মাঝির গানে ভেসে,
ছেঁড়া পালেই ঢেউয়ের সাহস মাপি;
মেঘের পাড়ায় বৃষ্টি খুন করে,
আততায়ী সেজে রোদের মুখোমুখি।
তোমার জন্যই রোজ ইচ্ছামৃত্যু,
পরজন্মের গল্প বলে অসাড় ঠোঁট;
ঘৃণা গেঁথে আহত শালিক শকুন,
তোমার জন্যই আবার বাঁধবে জোট।
মুঠো খই এ লাশের গন্ধ উড়ুক,
তোমার জন্য জীবন,দুটো নতুন শাড়ি;
দূষণ গিলে খাক এ প্রাচীন শহর,
তোমায় দেবো তবু সবুজের মহামারী।
তুমি বললে ভোরেও আঁধার কিনে,
সাজিয়ে দেবো প্রেমের বাসর সুখ;
শুকিয়ে যাওয়া দোয়াতের রক্ত চুষে,
হাসিয়ে যাবো মরা এপিটাফের মুখ।
তোমার জন্যই সব ঠিক আগের মত,
ভাঙা ঘড়ির বদলে সেই প্রিয় ছবি টা;
শুকনো নটে গাছটার নতুন মুকুল জানে,
তুমি মৃত কবি, আমি তোমার কবিতা।