আহারে জীবন



   খুঁজে দেখো, কেউ ভালো নেই; তবুও তো কই ফুরিয়ে যায়নি কেউ।
মেরুর বরফ, পাহাড়ের ঝরনা, নদীর ঢেউ, তীরের বালি, বালির মানুষ, কোন কিছুই।
সব ক্ষয়ে যাওয়া ওজন, সয়ে যাওয়া জীবন আর বয়ে যাওয়া বয়স নিয়ে
নিখাদ সুখ খুঁজে নিয়েছে কেবল হেঁটে যাওয়ায়।

   ঘুনপোকার আঁচড়, ইচ্ছামৃত্যুর হাতছানি ঠেলে
দরজা খুলে দেখো দাঁড়িয়েছে কেউ।
আরও দুটো কাছের মানুষ জমানোর লোভে
সে উনুন জ্বালে আবার, ভাত বেড়ে দেয় আদরে।

   এই সব হারানোর পৃথিবীতে ব্যথা যতো শুকিয়ে গেলে;
আবার প্রাচীন শহরের সব আলোর নীচে
মানুষকে ঘরে ফেরার গান শোনাবে কেউ।
নিখোঁজের আমন্ত্রণে বুক পেতে দেবে সে বারবার।

    বুলেট, বোমা, বারুদের দেশে ঘুরে দাঁড়িয়েছে কেউ।
শেষ কয়েক ফোঁটা রক্ত ঝরিয়ে যাবে গোলাপের কাঁটায়।
মানুষ থেকে মানুষতর, মানুষতম হয়ে ওঠার যুদ্ধে;
মানুষকে ভালবাসতে শিখিয়ে যাবে সে।

   স্বপ্নে যতোটা জীবন দেখে ফেলি রোজ;
ঠিক অত আলো, ওরকম সকাল কোনোদিন দেখিনি আমি।
দেখবোও না কোনোদিন।
তবুও ঘুমের আগে জানালা খুলে দেবো ঠিক;
স্বপ্ন ভাঙার কষ্ট থাক, তবুও স্বপ্ন দেখার লোভ থাকুক ঘোলাট চোখে।

   জীবন শুধু আসা যাওয়ার নয়, ছিলোও না কোনোদিন।
জীবন আশা, চাওয়া, না পাওয়ার তবুও বাঁচার।
এইতো জীবন, আহা জীবন 💕