ঠোঁটের কিনারায় এসে যে শব্দ লুকিয়ে যায় নিঃশব্দে
মৃত্যু নেই তার-
বেঁচে থাকে হাজার বছর
নিঃশব্দে থেকে ওরা কিলবিল করে
বুকের বাঁ পাশে
বেরিয়ে গেলে মৃত্যু নিশ্চিত জেনেও
বেরুবার সে কি তাড়া!
শব্দেরা আমার-
বুকের ভেতর নিঃশব্দে থাকো
হৃদয়ের গভীরে জন্ম নিয়ে
বেরুবার কী দরকার!
হৃদয়েই থাকো।
ঠোঁট নেড়ে তুমি বের না হলে
চারপাশ ছেঁয়ে যাবে কাগজের ফুলে
রাত ১২ টা ৫০ মিনিট
৬ নভেম্বর ২৩, সৌদিয়ান প্লাজা