প্রকৃতির টানে যখন আমি নাটোর হয়ে ধানশিড়ি পেরিয়ে কীর্তিনাশার পাড়ে
তখন সব স্মৃতি মনে পরে।
মনে পরে বনলতা সেনের কথা।
মনে পরে সেই দু দণ্ড সুখের কথা।

বনলতা কোথায় তুমি?
দাও দাও এ প্রাণে দু দণ্ড সুখ।

বনলতা তোমার তো প্রস্থানের কথা ছিল না।
কথা ছিল আমি "আবার আসিবো ফিরে "।
আর তুমি দিবে আমায় দু দণ্ড সুখ।

বনলতা তুমি বুঝি মিশে আছো প্রকৃতির মাঝে,
নদীর বুকে বয়ে চলা কচুরিপানার দলে।
আমার তাই মনে হয়।
প্রকৃতি যে আমায় দু দণ্ড দেয়।

বনলতা সব কি আজ স্মৃতি হয়ে থাকবে?
আমি কিছুতেই ভুলতে পারি না
সেই দু দণ্ড সুখের কথা।

এই যে সেই সুখটুকু বুকে ধারণ করে
দেশ হতে দেশান্তরে খুঁজছি তোমায়।
হয়ত তোমার সেই জীবনানন্দ দাশ হয়ে নয়
"শঙ্খচিল বা শালিকের বেশে "।

বনলতা তোমার খোঁজে আমি
তুমি আসো, আসো তোমার দু দণ্ড সুখ নিয়ে।

রচনাকাল :
২০/১২/২০১৬
কীর্তিনাশার পাড়

প্রকাশ :
২৬ জানুয়ারি ২০১৭
রাজশাহীর কণ্ঠ