আসমানী ছিল জসীম উদদীন -এর জীবন্ত চরিত্র। এ আমরা সবাই জানি। কিন্তু আজ ইউটিউবে একটা ভিডিও দেখলাম যার ভাষ্যমতে, রূপাই ও সাজু (নকসী কাঁথার মাঠ এর নায়ক ও নায়িকা) চরিত্রও জীবন্ত। ভিডিওতে দেখা যায় রূপাইর সাক্ষাৎকার নিচ্ছেন এক তরুণ। যাকে আমি চিনি না এবং ভিডিওটির সত্যতা নিশ্চিত নই আমি। ভিডিওটির রূপাইর ভাষ্য আর নকসী কাঁথার মাঠের কাহিনী একই কিন্তু কাব্যে দেখা যায় রূপাই সাজুকে বিয়ে করেছেন আর ভিডিওর রূপাই বললছেন তিনি বিয়ে করেন নি, শিল্পী শিল্পের সৌন্দর্য বৃদ্ধির জন্য হয়ত ইডিট করেছেন। আরও বলেছেন জসীম রূপাইর সাথে মাঝে মাঝে চা খাওয়ার ছলে চায়ের দোকানে দেখা করতেন এবং কাহিনী শুনে উধাও হয়ে যেতেন। রূপাই তখন বুঝতে পারেন নি যে ইনি কবি জসীম উদদীন। এখন আমাদের শিক্ষা হলো যদি এই কাহিনী সত্য হয়ে থাকে তবে আমরা আমাদের লেখা সমূহের চরিত্র সত্য টা প্রকাশ করবো। বিজ্ঞদের কাছে প্রশ্ন সত্যই কি রূপাই জীবন্ত চরিত্র????
আলোচনাটি ৬৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৬/১১/২০১৬, ০৯:০০ মি: