শুধু তোমার জন্য
আমার এই কলেজে আসা,
শুধু তোমার একটু
ভালবাসা পাওয়ার আশা।
কিছুদিন আমাকে ভালবেসেছিলে
কিছুদিন বলেছিলে
আমাকে তুমি ভালবাসো।
তুমি যখন হারিয়ে গেলে
আমাকে পর করে
নষ্ট রাজনীতির পথে
তখন আমার হৃদয় উঠলো টলে।
কিছুতেই ভাল লাগে না
এই মাটি নদী নক্ষত্র।
কত রঙে সাজে আকাশ,
চাঁদ, প্রকৃতি, কৃষ্ণচূড়া
তারপরও অামার হৃদয় পর্যন্ত
পৌঁছে না কোনো সৌন্দর্য।।
আজ চলে যেতে চাই
দূর বহুদূরে, রূপকথার ভিরে।
কিন্তু ধানুকার বটগাছটা আমাকে টানে।
টানে ছাত্রী হোস্টেলের পিছনের তালগাছটা।
বলে তারা আমাকে ভালবাসে।
তোমার ভালবাসার টানে
আমি সুদূর থেকে এসেছি,
কিন্তু তুমি আমাকে ছেঁড়ে চলে গ্যাছো।
জানি, আমাকে ভালবেসে
ধানুকার বটগাছটা, কীর্তিনাশা নদীটা,
কৃষ্ণচূড়া গাছটা, ছাত্রী হোস্টেলের পিছনের
তালগাছটা চলে যাবে আমার সাথে।
কিন্তু তোমার মতো আমিও
ফাঁকি দিবো সব কিছুকে।
তুমি চলে গ্যাছো, তোমার স্বামীর ঘরে
আমিও চলে যাবো জগৎ স্বামীর ঘরে।
শুধু পড়ে রবে তোমার আমার
পথচিহ্ন গুলো চিরকাল।
( " নারী ও প্রকৃতি " কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত)
০৯ আগষ্ট ২০১৬ খ্রি.
শরীয়তপুর কলেজ।