দিদির মুখটা দেখলে আমার
কেমন জানি লাগে
মনের ভিতর রঙবেরঙের
অনেক কথা জাগে।

দিদি আমায় এখনও কি
আগের মত করে
আদর সোহাগ ভালবাসায়
রাখবি বুকে ধরে।

অার যাবো না পূর্ব পাড়ায়
ঠাকুর বাড়ির দিকে
তোর ইচ্ছাতে খেলবো আমি
পুতুল খেলা টিকে।

বাদর দা তোর ভালো হইছে
হারিয়ে সব কিছু
এখন দিদি নে না বুকে
হাটিস নারে পিছু।


২৪ সেপ্টেম্বর ২০১৬ সালে  অনন্য আমিনুল সম্পাদিত ছড়ার পত্রিকা "টিকচিহ্ন" তে প্রকাশিত।