পুরুষ তুমি করেছো জয়
কত দেশ কত হিমালয়
কত রক্ত দিয়েছো তুমি
করতে রক্ষা দেশের ভূমি।
কত রণে দিয়ে এসেছো মাথা
কত স্তম্বে লিখেছো কীর্তি গাঁথা,
সকল প্রাণ মানে তোমায় বস
বিশ্ব জুরে তোমার কত যশ।
রণ হতে আসতে যখন ফিরে
পরাজিত হয়ে নত শিরে,
নারী দিতো প্রেরণা ধীরে ধীরে
বীর হতে আবার তুমি উঁচ্চ শিরে।
পুরুষ তুমি ধূর্ত শয়তান বেইমান
স্তম্বে কেমনে নারীর অবদান
না লিখে লিখলে তোমার জয়গান
কেমন লিখলে শুধু তুমিই মহান?