যখন অভিমান করি তখন গলা ধরো
কিন্তু যখন ভালবেসে চাই, দূর দূর করো।
আসলে তোমার আমার মিলন সম্ভব না
কারণ তুমি সৃষ্টির ভিন্ন কিছু আমি অন্য কিছু
আমি বলি দেখা হবে রাতে, তুমি সাজো দিনে
যেদিন দিনের কথা বলি সেদিন তারা গাথো রাতে।
সেই কবে হয়েছিল দেখা ভালবাবে মনে নাই
তারপর থেকে অপেক্ষার প্রহর গুনতাম
কবে আসবে বৃহস্পতিবার, শুক্রবার
কবে আমায় জরিয়ে ধরে একটু ছুঁয়ে দিবে।
আমি ব্যস্ত মানুষ, অফিস করি, কতো ব্যস্ত থাকি
তারপরও তোমার জন্য দু এক ঘণ্টা সময় রাখি।
কিন্তু তুমি একদিনও ভালভাবে কথা বলো নি
আমি যদি বলতাম নীল চাদরে মুখটি ডাকো
তুমি ধূসর শাড়ি পরে হাসতে, যেন উপহাস করছো।
কত বৃহস্পতি গেলো শুক্র গেলো কথা তুমি শুনলে না।
আমি যখন ফ্রি হয়ে, আসতাম তোমার কাছে।
দেখতাম, তুমি ঘুমিয়ে আছো বিভোর হয়ে।
একা একা আর কত ছোঁয়া যায় বলো?
নাকি তুমি অন্যের সাথে মিলছো আমার পাছে।
আমি কি তোমার প্রেমিক নই? বলে দাও তুমি আজকে।
প্রেমিক যদি হয়েই থাকি, আমার কথা শুনতে হবে।
ভালবেসে যখন চাই, আমার সাথে শুইতে হবে।
দুজনের বিরোধটাকে মুছে দিয়ে মিলে মিশে চলতে হবে।
কাব্যগ্রন্থ :- "নারী ও প্রকৃতি"