ইচ্ছে হলেই হাসতে পারি
লাগে যত স্বাদ
ইচ্ছে হলেই কাঁদতে পারি
রাতের পরে রাত।

হাতের চুড়ি পায়ের বেড়ি
সব দিয়েছি বাদ
এখন আমি মুক্ত স্বাধীন
নেই যে কোনো বাঁধ।

অামায় খেতে পারবে নাকো
দুষ্ট কোনো হাত
অনেক দামে কিনেছি আজ
স্বাধীনতার চাঁদ।

আর নয় আর নয় চুপ রও যত
ভণ্ড পশুর জাত
ইচ্ছে হলেই পারবে নাকো
গায়ে দিতে হাত।


১৬ সেপ্টেম্বর ২০১৬ খ্রি তে "বাংলাদেশ প্রতিদিন" পত্রিকায় প্রকাশিত।