নিশ্চয় মৃত্যুদূত প্রত্যেক প্রাণকে তাড়া করে
তাড়া করে আমার প্রাণকেও
মৃত্যুদূতের প্রকৃত নাম দুঃখ
মৃত্যুদূতকে ফাঁকি দেওয়ার অভিপ্রায়ে
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে
পাতাল থেকে আকাশে
বিন্দু থেকে সিন্ধুতে
পালিয়ে বেড়ায় আমার প্রাণ
অদৃশ্য প্রাণ ক্লান্ত হতে থাকে দীর্ঘ দৌড়ে
প্রাণের ভয়ে প্রাণ ছোটে,
তাকে প্রথম ও দ্বিতীয় বার ফাঁকি দেওয়া যায়
তৃতীয় বারে ফাঁকি চলে না
মৃত্যুদূতের ককর্শ থাবায় গ্রাস হয় প্রাণ
হে মানুষ সকল,
তোমরা কি পবিত্র পঙ্কতিমালা অস্বীকার করবে?
তবে স্মরণ করো, তোমাদের প্রেয়সীর দেওয়া শেষ উপহারকে
তোমরা নিশ্চয় ভুলে যাওনি
প্রেয়সীর শেষ উপহার দুঃখ।