সব কিছুতে যে আমাকে করতো শুধু বারন,
হারিয়ে পেলেছি সেই ভালো থাকার কারন।
প্রিয়তমা!
কোথায় তুমি নেই যে পাশে আজ
ওহ!!
প্রিয়তমা তো হারিয়ে গেছে নিয়ে বধুর সাজ
তোমার সৃতি নিয়ে আমি ঘুরে বেড়াই রোজ,
বিশ্বাস করো কেউ রাখেনি ভাঙা হৃদয়ের খোজ
মনের শত কষ্ট আমি লুকাতে যেয়ে হাসি
প্রিয়তমা আজো আমি তুমায় ভালোবাসি।
প্রিয়তমা,
আমি ও একদিন হারিয়ে যাবো দিন গুনছি তাই
কেউ বাসেনি ভালো আমায় বাসছে শুধু ভাই।