ইশারায় কথা বলে কাছে ডেকে নেয়,
ভালোবাসা হয়ে যায় মন শপে দেয়।
ভাবনাটা জেগে উঠে ঘুরপাক খায়,
ধীরে ধীরে ভালোবাসা সীমানা ছাড়ায়।

তপোবনে মন ঘুরে ঘুমটাও কমে,
একটাই নাম জপে সুর তুলা দমে।
ভালোবাসা ঢেউ তুলে করে তোলপাড়,
বেহিসাবি ছাড় দিয়ে রাখে আবদার।

আবেগ লাগাম তুলে নেই তার ভয়,
লোক মুখে কটু কথা সব গায়ে সয়।
স্বপ্ন আসর পেতে মনে দোল খায়,
হৃদয়ের সব কথা সুর তুলে গায়।

খানাদানা লাটে উঠে মনে রঙ লাগে,
মন জুড়ে  ভালোবাসা ক্ষণে ক্ষণে জাগে।
বাসনায় উলু উঠে গড়ে জংশন,
কোথায় যে পড়ে থাকে উদাসীন মন।

আয়নায় মুখ দেখে একা একা হাসে,
যাকে তার ভালো লাগে ছুটে যায় পাশে।
মনে থাকা সব কথা একটানা বলে,
বলাবলি শেষ তবু ভাবনাটা চলে।

এমন দিন জীবনে ঘুরেফিরে আসে,
সবকিছু শেষ হয় তবু ভালোবাসে।
দিনে দিনে হয়ে উঠে চকবাঁধা আঁটি,
মুখে শুধু বলা নয় ভালোবাসা খাঁটি।