জ্ঞানী গুণী হতে চাও বই হাতে নাও,
মন দিয়ে পড় বই মনোযোগ দাও।
জীবনের লক্ষ্যটা নাও বহুদূর,
ভালো বই পড়ে দেখো ঘুরে যাবে মোড়।
সরু পথ দেখে চলো তাতে করো ভর,
ভয় নয় আসলে তা হবে সুন্দর।
পড়ার মতোই পড় আঁকড়িয়ে ধরো,
নিজের জীবন তুমি নিজ হাতে গড়ো।
যাঁরা ছিলো মহাজ্ঞানী মহাকাজ করে,
অকাতরে দিয়ে গেছে ইতিহাস গড়ে।
জীবনীটা পড়ে দেখো করো সঞ্চয়,
তাঁর পথ ধরে দেখো তাতে নেই ভয়।
সরল সঠিক পথে পাল যদি উঠে,
বাসনারা ধীরে নয় দ্রুতবেগে ছুটে।
কথা আর কাজে যাঁর আছে মায়াটান,
জীবনটা গড়ে নিতে উঠে যায় বান।
শোভাময় দৃশ্যায়ণ যতো বেশি ঘটে,
বেলী জবা জুঁই ফুটে জগতের তটে।
শুরু থেকে জ্ঞানহীন হিমায়িত নাড়ি,
যতো বেশি পড়া যায় তত হয় ভারী।
ভাবনার ঘুম নয় শান দিয়ে রাখো,
জনতার ভীড় ঠেলে সৎ পথে ডাকো।
ভালো বই পড়া শিখে করো জ্ঞান চাষ,
ভালো কাজ করে দেখো হবে ইতিহাস।