শুভদিনে ভালোবাসা লাগে সুধাময়,
অসময়ে হায় হায় কেহ কারো নয়।
ভালোবাসা কাছে ঘেঁষে সুর তাল বাজে,
প্রণোদনা শেষ হলে ধুমকেতু সাজে।
সদাচারী ভালোবাসা দুনিয়ার রীতি,
দুরাচার ঢুকে গেলে শুধু ভয়ভীতি।
প্রীতিভাব গড়ে উঠে হাহুতাশ যায়,
বিরহটা ঘিরে ধরে কুড়ে কুড়ে খায়।
মনে মন মিশে গেলে হয় জানাজানি,
ফিকে হলে কান ঠাঁসা বুলি আর বাণী।
প্রিয় মুখ কাছে পেলে ডাকে বারবার,
সেই সাধ মিটে গেলে বাড়ে অনাচার।
মনে যদি রঙ লাগে তিতা মুখ ভালো,
গুনে ধরে আটা হলে নিভে যায় আলো।
কথাগুলো মিঠা হলে দু'য়ে দু'য়ে চার,
মিছে কথা মুছে দেবে সেই সাধ্য কার?
ভালোবেসে দূরে গেলে পরাণটা যায়,
পরকীয়া দেখা দিলে আঘাতটা পায়।
প্রেম প্রীতি হয়ে গেলে শিহরণ জাগে,
অভাজনে নুন পান্তা পড়ে তার ভাগে।
রঙ মেখে অসময়ে নিভে যায় আলো,
সেই রঙ না মাখানো তার চেয়ে ভালো।
প্রেমে পড়ে ভালোবেসে যার গুণ গাও,
চাহনির ধরণটা বুঝেশুনে নাও।