তারুণ্যে ঢেউ তুলে গড়া একতায়,
মুক্তি মিললো আজ এই বাংলায়।
তোমাদের রয়ে গেছে দায়িত্ব আরো,
ভবিষ্যৎ গড়ে দিতে তোমরাই পারো।
রন্ধ্রে রন্ধ্রে যত দুর্নীতি আছে,
পরাজিত হলো আজ তারুণ্যের কাছে।
নারকীয় ক্ষমতার হলো অবসান,
ভয় নেই তোমাদের শুধু গুণগান।
নিপীড়নে জান মান ছিলো যথাতথা,
তারুণ্যে ভর করে এলো স্বাধীনতা।
খুঁজে খুঁজে রাক্ষস খুলে দাও বেশ,
সম্প্রীতি বজায় রেখে গড়ে তোলো দেশ।
মগজে মননে শুধু ছিলো খাইখাই,
জনতার তাড়া খেয়ে পুড়ে হলো ছাই।
বাকস্বাধীনতা আজ তারুণ্য দিলো,
পুরো হলো যতটুকু প্রয়োজন ছিলো।
অসময়ে দায়িত্ব তুলে নিতে ঘাড়ে,
ফুঁসে উঠা জনরোষ সবই তো পারে।
রাজপথে পার হলো নিদারুণ ক্ষণ,
তোমাদের সাথে সাথে আছে জনগণ।
অভিজ্ঞতা তারুণ্য সমতালে চলে,
মা-মাটির দেশটাকে ভরো কোলাহলে।
সুখী সমৃদ্ধ নামে নিতে হলে ঠাঁই,
তারুণ্যের ঢেউটাকে ধরে রাখা চাই।
পথভ্রষ্ট যাকে পাও তাকে ধরে দাও,
আইন ও নীতিবোধে ছালাম জানাও।
ভাই ভাই সম্প্রীতি গাঢ় হোক আরো,
সুখী দেশ গড়ে দিতে তোমরাই পারো।