কোরবানি আত্মত্যাগে আনন্দে নয়,
বিধাতার হুকুমতে মনে রাখো ভয়।
পরিষ্কার রাখো দিল একিনের সাথে,
ফলাফল তবেই তো পাবে হাতেনাতে।

মন দিল যতটুকু কোরবানি করো,
সেইসাথে তৃণমূলে বন্ধুত্ব গড়ো।
শির মাথা উঁচু নয় রাখো ম্রিয়মাণ,
গরীবের হক দাও সমানে সমান।

কোরবানির ঈদ এলো আজ বাদে কাল,
ত্যাগের মহিমা নিয়ে ধরো তার হাল।
দুর্বল প্রতিবেশী যার যার আছে,
কথা কাজে আচরণে ধরে রাখো কাছে।

বছরটা ঘুরে ঈদ আসে বারবার,
গরীবের মনে তোলো খুশির জোয়ার।
খুশি মনে একসাথে চলো ভাইভাই,
বিধাতার ছাড় পেতে আর পথ নাই।

গোশত পোলাও তুমি যতটুকু খাও,
প্রতিবেশী কাছে ডেকে সমভাগ দাও।
বিধাতার দেয়া পথে রাখো কুল মান,
সেইসাথে করে যাও অকাতরে দান।

দুনিয়া ও আসমান মালিকের হাতে,
যার কাছে অবিচার নেই কারো সাথে।
সুবিচারে রাখা আছে গদবাঁধা তীর,
ভাবনাটা মনে রাখো তুমি মুসাফির।