ঘোর লাগা মন থেকে দিয়েছিলে হাই,
কানেকানে বলেছিলে তোমাকেই চাই।
ধীরে ধীরে প্রেম হলো
হাতে ধরে সাথে চলো
আজকাল কি যে হলো ছায়াটাও নাই।
শোভাময় বীথিগুলো স্মৃতি ধরে রাখে,
মন জুড়ে আলো নয় ছায়া দিয়ে ঢাকে।
আগে পিছে লাগে ভয়
কোল হারা সমুদয়
পোড়া মন জোড়া নয় আধা মরা থাকে।
মোহময় রূপ দেখে জাত কোল ভুলে,
ভালোবাসা ফুটে উঠে মন প্রাণ দোলে।
যাকে ঘিরে এতো আশা
হয় যদি সর্বনাশা
খাঁটি মনে ভালোবাসা তবু উলু তোলে।
মায়াটান শেষ করে কার কাছে গেলে,
অদল বদল করে কি এমন পেলে?
চনমনে এলোকেশী
দূরে ঠেলে প্রতিবেশী
কানে এলো ভিন দেশি সে কেমন ছেলে?
লোভাতুর ভালোবাসা ছলনায় ভরা,
লুটেপুটে শেষ হলে পরে খায় ধরা।
শুরু হয় বিরহের
প্রেম নয় আগুনের
জ্বালাময়ী জীবনের হাহুতাশি খরা।
বিশ্বাসের ঘরে চুরি কত দেখা যায়,
বিষ ঢুকে নাড়িভুড়ি খুঁড়ে খুঁড়ে খায়।
বনে বনে ঘুরেফিরে
পুড়ে মরে ধীরে ধীরে
বিশ্বাসটা যাকে ঘিরে তার শঠতায়।
আশার ভেলায় চড়ে বাসনারা ঘুরে,
কখনো বা জলে নামে কখনো বা উড়ে।
কেউ পথ খুঁজে পায়
মন থেকে যাকে চায়
আজ আমি নিরুপায় তুমি কতো দূরে।