ঝুম বৃষ্টি ধুমধাম অবিরাম টানা,
বাংলার কোল জুড়ে প্লাবনের হানা।
সেইসাথে নেমে আসা ত্রিপুরার জল,
ডুবে গেলো বাসা-বাড়ি ভাসে বহুতল।

উজানে নদীর বাঁধে খোলা সব দ্বার,
ঘোলা জল পাক তোলে ছাড়ে হুঙ্কার।
চারিদিকে এতো জল দেখে লাগে ভয়,
প্লাবনের রোষানলে গেলো সমুদয়।

ফসলাদি চিলাকোঠা জলে ভেসে যায়,
প্লাবনে জীবন গেলো টিকে থাকা দায়।
স্রোতের টানেই শেষ সব সঞ্চয়,
মুখ তোলে ফিরে চাও ওগো দয়াময়।

জীবন আজ বিপন্ন প্লাবনের তোড়,
জল বানে সংসার হলো ভাঙচুর।
বানে ভেসে বিনষ্ট সব মালামাল,
সলিল সমাধি আর নিদারুণ হাল।

পাক উঠা জল দেখে মুখে নেই ভাষা,
প্রাণ গলে নিঃসৃত জীবনে আশা।
আপামর জনগণ আজ এক ঘাটে,
ত্রাণ নিয়ে দিনরাত ব্যস্ততায় কাটে।

প্লাবনে ক্ষয়-ক্ষতির নেই অনুমান,
ধেয়ে আসা জল বানে সব খানখান।
চারিদিকে হাহাকার নেই মনোবল,
বাংলার কোলে আজ ত্রিপুরার জল।