সময় এসেছে আজ রুখে দাঁড়াবার,
যার যতো অধিকার সেই সমতার।
তরুণেরা দলবেঁধে জাগরিত হলো,
সময়ের এই টানে একসাথে চলো।

অগোচরে জল ঢেলে লুটে পাই পাই
হাতে কদু মুখে মধু বলে ভাইভাই।
এমনটাই এতোদিন ছিলো জনমনে,
হিসাবের সময়টা হলো এই ক্ষণে।

অপরের হক মেরে করে হাসাহাসি,
মুখে বলে দেশটাকে কত ভালোবাসি।
সেই দিন বাংলায় আজ আর নাই,
অন্যায়ের হিসাবটা হবে পাই পাই।

অপরের অধিকারে যার নেই দায়,
আমার আমার বলে নিজে সব চায়।
যতো পায় তত চায় তত হাহুতাশি,
তরুণের জাগরণে সব হলো বাসি।

পেট পুরে গলা ভরে মুখে হাহাকার,
দুনিয়াটা হাতে চায় তাতে নেই ছাড়।
নিপীড়নে জান মান ছিলো যথাতথা,
জাগরণে আজ তাই বলা যায় কথা।

তারুণ্যে মিশে যাও এক সাথে চলো,
মন খুলে নীতি কথা জোর দিয়ে বলো।
দায়িত্ব হাতে নাও ছাড়ো ভয়ভীতি,
সেইসাথে গড়ে তুলো সমতার নীতি।