রূপ দেখে করে যাই যত গুণগান,
কায়মনে ভালোবাসা বিধাতার দান।
ক্ষণ গুনা ভালোবাসা পাশে তুলে রাখে,
প্রথম যে ভালোবাসা চিরকাল থাকে।

আঁকুপাঁকু কারুকাজ অসমান হয়,
চির ধরা মনোবলে এখানেই ভয়।
ঢেঁকি গেলে স্বর্গেও সেটি বাড়া বাঁধে,
মাথা বাড়ি সব বোঝা তুলে তার কাঁধে।

সময়ের দোলাচলে যতটুকু ভাবি,
অদৃশ্য আছে যিনি তাঁর কাছে চাবি।
কোনটা যে কাদা মাখা বলি হাকুপাকু,
বিধাতাই তুলে দেন অবিচল সাঁকো।

সুসময়ে যত লোক দেয় উঁকিঝুঁকি,
অসময়ে হায়হায় কপালটা ঠুকি।
ভালোবাসা পেতে হলে দিতে হয় মন,
শোভাময় মন পেলে হয় বরিষণ।

ভালোবাসা চিরদিন থাকে চলমান,
দু'টি মনে ভাব উঠে সমানে সমান।
সাবলীল সহজাত যত কথা বলি,
সুকুমার হৃদয়টা চিনে অলিগলি।

ছুটে চলা জীবনটা সুর তালহীন,
যাকে চায় তাঁকে পেয়ে বেজে উঠে বীণ।
সযতনে ভরা মাঠে ছুড়ে দেয় পাশা,
তপোবনে খুঁজে পায় সেই ভালোবাসা।