ডুবে গেলো পথঘাট জলে ভাসা ঘর
প্লাবন জলের চাপে কাঁপে থরথর।
ফসলের মাঠগুলো তলিয়েছে জলে,
সোনার ফসল আজ শেষ পঁচে গলে।
চারিদিকে দেখা যায় জল আর জল,
প্লাবনেই ম্রিয়মাণ সব কোলাহল।
জলে ডুবা পথ নয় মনে হয় খাল,
জীবন ধারণ আজ হলো বেসামাল।
এমন কঠিন দিনে নিপতিত আজ,
সেইসাথে আকাশেও ঘনকালো সাজ।
সাঁতরিয়ে জানমাল করে উদ্ধার।
জল এসে ভেসে গেলো ঘর-সংসার।
সিলেটের ঘন নীল চিরায়ত রূপ,
উজানের জল এসে করে দিলো চুপ।
মেঘালয়ের পাদদেশে উঠে কলরব,
পাহাড়ের জল নেমে ভেসে যায় সব।
বিপদ আর বিপদ প্লাবনের তোপে,
পাহাড়ের ঢাল আজ সাগরের রূপে।
বাঁধ ভাঙ্গা স্রোত আর বড়ো বড়ো ঢেউ,
লাগাতার হানা দেয় উঁচু ভূমিতেও।
পাহাড়ি ঢলের তোড়ে আজ এই হাল,
রাতারাতি ভেসে গেলো সব মালামাল।
জীবন বাঁচাতে আজ নেই মনোবল,
আশার দুয়ারে ভাসা থৈ থৈ জল।