প্রতিদিন ঋতু ভেদে ফুটে নানা ফুল,
শশী যায় রবি উঠে এটা নয় ভুল।
গান গায় বুলবুল
কাশবন দেয় দোল
জোয়ারের পানি এসে ফোঁসে উঠে কূল।
জল ঘেঁষে সাদা বক পাখা নেড়ে উড়ে,
কূল ঘেঁষা লোকালয় তার কিছু দূরে।
পাগলেরা ঢিল ছুড়ে
গায়কেরা গায় সুরে
ভরা নদী কড়া স্রোত পাক খায় ঘুরে।
ঘরগুলো ঝড় উঠে কাঁপে থরথর,
প্লাবনের ধারা এসে ডুবে বাড়িঘর।
বালি জমে জাগে চর
ভেজা গায়ে আসে জ্বর
বছরের দিনগুলো আসে পরপর।
মন প্রাণ খুলে দেখো শোভাময় বীথি,
শরতের ফুল ফুটে এটা তার রীতি।
নেতা করে রাজনীতি
তার নেই ভয়ভীতি
জনগণ সাথে নিয়ে গড়ে সুখ স্মৃতি।
নবান্ন শুরু হলে জমে উঠে নীড়,
খেতে বসে পাতে নেয় গুড়-মুড়ি ক্ষীর।
অতি জলে ভাসে তীর
পাগলের বিড়বিড়
টানা জলে জেলেদের জেগে উঠে শির।
পেট ভরে খানাদানা, ঘাটে বাঁধা নাও,
দুনিয়ার এতোকিছু সহজেই পাও।
যার হক তাকে দাও
ততটুকু নিজে খাও
দুনিয়াটা যার হাতে তার গুণ গাও।