ঘুটঘুটে অন্ধকারে মিটিমিটি তারা,
আলোকিত আকাশটা আজ মন কাড়া।
নিশি রাতে যত বেশি নিঝুমতা আসে,
মিটিমিটি তারাগুলো বড় হয়ে ভাসে।

ছায়াপথে দেখা যায় ঝলমলে রূপ,
ঘিরে থাকা চারিপাশে আঁধারটা চুপ।
সুনসান নীরবতা মনে তুলে দোল,
হৃদয়ের কোল জুড়ে ফুটে বনফুল।

নিশি রাতে সুনসান নীরবতা সাথী,
মিটিমিটি তারাগুলো জলন্ত বাতি।
তারকার চাহনিতে ঝলমলে আলো,
সেইসাথে বাতাসটা কতো লাগে ভালো।

দলবেঁধে তারাগুলো মন জুড়ে হাঁটে,
সুখের ফুয়ারা খুলে সেই সুখ বাটে।
অনুভবে সব সুখ ছুঁয়ে দেখা যায়,
মাঝরাতে এই মন খাঁটি সুখ পায়।

তারার মেলায় আজ সীমাহীন ঘোর,
ঢেউ তুলে থেকে যাবে ভোর যতোদূর।
আঁধারের সীমা ছেড়ে তারকার পাশে,
ছায়াপথে মন গিয়ে মায়াটানে ভাসে।

সুধামন ছুটে চলে আকাশের গায়,
কদাকার রূপ ছেড়ে তারা হতে চায়।
মনের দুয়ার খুলে ভেসে উঠে সুর,
ঝলমলে নিশি রাত মনে হয় ভোর।