চারিদিকে থৈ থৈ মনোলোভা জল,
মনের গহীনে ঢুকে করে কলকল।
খরতাপ যত আছে আমাদের গায়,
থৈ থৈ জলে নেমে অনুতাপ যায়।
ডুবজলে মন বলে লাগে শিহরণ,
ভালোবাসা মনে উঠে ঝরে বরিষণ।
সুখের দুয়ারে মনে তালকানা উঠে,
সুশীতল জল বেয়ে অজানায় ছুটে।
মেঘালয়ের পাদদেশে ঝর্ণার জল,
পাথরের খনি বেয়ে হয় সুশীতল।
খাঁড়া রোদে যারা এসে একবার নামে,
সারাদিন পাড়ি দেয় মহা-ধুমধামে।
সাদা পাথর ও জল করে মাখামাখি,
মন ভরে যত দেখি তাও থাকে বাকি।
সবুজের ছায়াতলে সুশীতল ধারা,
তড়িঘড়ি ডুব দিতে মন জুড়ে তাড়া।
ভালোবাসা কাদা ভরে জড়তায় পড়ে,
নেমে গেলে এই জলে পুনরায় গড়ে।
জড়তায় ভালোবাসা আশাহীন বাঁধ,
জলে নেমে ফিরে পাবে নতুনের সাধ।
হারানো দিনের সুখ যারা ফিরে চাও,
মেঘালয়ের পাদদেশে তারা ছুটে যাও।
জলে নেমে গতি আসে ধীর মনোবলে,
ভালোবাসা গাঢ় হয় থৈ থৈ জলে।