শোভাময় ভোর আজ কত সুমধুর,
ঝিরিঝিরি বাতাসের কী দারুণ সুর।
মৃদু উড়ে লতাপাতা উড়ে যায় পাখি,
মোহময় ক্ষণ আজ সুশীতল আঁখি।
আকাশের লালিমায় খানিকটা মেঘ,
সেইসাথে বাতাসের ধীর গতিবেগ।
কিছুক্ষণ পার হলে উঠে যাবে রবি,
তড়িঘড়ি মন জুড়ে আঁকি জলছবি।
কেন লাগে মধুময় ভাবনাতে আজ,
ভুল নয় আসলে তা শরতের সাজ।
বৈরিতায় এতোদিন বিবর্ণ ছিলো,
যথাযথ রূপ তার আজ ধরা দিলো।
রঙহীন শরতের মাঝামাঝি এসে,
তরুলতা আজ গেলো মন খুলে হেসে।
হিমেল হাওয়া আর সেইসাথে পাখি,
প্রকৃতির সাজ দেখে ঘোর লাগা আঁখি।
ফোটে উঠা সাদা ফুল মনে বাঁধে ঘর,
কাশফুল শরতের মূল কারিগর।
ছোঁয়া নিয়ে এই মন হবে এলোমেলো,
স্বপ্নসারথি সমন এই বুঝি এলো।
সুধামনে শরতের খুলে গেলো দ্বার,
শিহরণ গায়ে উঠে হয় তোলপাড়।
শুভক্ষণে দুই চোখ যায় যতোদূর,
উপভোগ করে মন শোভাময় ভোর।