উদাসীন ভাব নিয়ে কেনো থাকো ঘুমে,
লক্ষ্যটা শুধু কেনো রবি আর সোমে?
ছেড়ে দাও মাথাভারী বেরসিক ভাব,
প্রীতি সাজে মতিগতি করো সয়লাব।

যতো সাজ দেখো আজ যতো ফুল পাখি,
সুধামন ভরে নাও খুলে দাও আঁখি।
জীবনের গতিপথ সুজা রাখা চাই,
তুলে নাও শুভাশিস যতো আসে তাই।

স্মৃতির পাতায় লিখো নতুনের গান,
প্রতিবেশি কাছে ডেকে রাখো মায়াটান।
দরজাটা খোলা রাখো পারো যতোদূর,
তবেই না তুমি পাবে শোভাময় ভোর।

রংতুলি হাতে নাও এঁকে যাও ছবি,
আধারটা দূরে ঠেলে খুঁজে নাও রবি।
জীবনে এমন দিন চাও বারবার,
স্মৃতির দুয়ার তুমি হেসে করো পার।

আশার ভেলায় তুলো জীবনে চাকা,
কালিময় স্মৃতিগুলো পড়ে যাক ঢাকা।
শুভদিন ধরে রাখো সকলের ভীড়ে,
এইদিন সদাশয় যেনো থাকে নীড়ে।

যতোদিন হারিয়েছে ঘাত-প্রতিঘাতে,
বাকী দিন তুমি থাকো সকলের সাথে।
অতীতকে ভুলে যারা শোধ করে ঋণ,
তবে আসে শুভদিন শুভ জন্মদিন।