প্রতিদিন ভোর হলে উঠে লাল রবি,
স্মৃতির পাতায় থাকে জীবনের ছবি।
দিন আসে দিন যায় সময়ের টানে,
কত-শত রেখাপাত মনে আর প্রাণে।

দিন গুনে জীবনের যায় কতো মাস,
স্মৃতিগুলো সুধামনে করে বসবাস।
কখনো বা মায়া টানে অঞ্জন ঝরে,
সময় পেরিয়ে গেলে বুঝে উঠে পরে।

অসময়ে মন জুড়ে অসাড়তা নামে,
স্মৃতি মনে হানা দেয় মহা-ধুমধামে।
সময় হারিয়ে যদি বাড়ে আফসোস,
জলছবি ফিকে হয়ে ফিরে আসে হুশ।

তলানিতে সুখস্মৃতি যতো থাক ডোবা,
একদিন হয়ে উঠে প্রীতিময় শোভা।
শুকনো স্মৃতির টান এতোটাই থাকে,
দু'টানায় যতো থাক তবু মনে রাখে।

অতীতের ছবি দেখে যতো স্মৃতি ঝরে,
সব স্মৃতি জ্বলে উঠে দাউদাউ করে।
সুধীজনে গড়ে উঠে যতো প্রেমপ্রীতি,
সময়ের কষাঘাতে থাকে শুধু স্মৃতি।

পুলকিত শিহরণ ধরা পড়ে মনে,
কাছাকাছি যাকে পায় বলে তার সনে।
মন আনন্দে সব পিছুটান ভুলে,
যতো দুঃখ বেদনা বলে মন খুলে।

দিন যতো চলে যায় ছবিগুলো থাকে,
বারেবারে কড়া নাড়ে জীবনের বাঁকে।
মন জুড়ে আফসোস যতো হায়হায়,
আনমনে চোখ যায় স্মৃতির পাতায়।