বাড়িগুলো ছায়ানীড় আম জাম গাছে,
কাকাতুয়া ফল খেয়ে ডালে বসে বাচে।
পাকা আম পাকা জাম তাল লিচু কলা,
খেয়ে খেয়ে পেট ভরে যতো দূর গলা।

কাদামাটি গায়ে মেখে কত খেলাধুলা,
চারিদিকে মাঠঘাটে সব পথ খোলা।
মাছ ধরে আনন্দ আছে জলাধারে,
সাঁতারের ঢেউ ছুটে পুকুরের পাড়ে।

গাছে গাছে ফুল ফোটে কত পাখি গায়,
আনমনে তপোবনে মন চলে যায়।
ছেলেমেয়ে দলবেঁধে হাঁটে খালিপায়ে,
এমন মধুর স্মৃতি ভরা আছে গাঁয়ে।

ভোরের শিশির রেখে উঠে যায় রবি,
তৃণলতা এঁকে যায় মন জুড়ে ছবি।
পাড়াগাঁয়ে প্রতিবেশির মায়াময় টানে,
বেলা উঠে খেলা নিয়ে সুমধুর গানে।

কাছে গেলে মন ভরে ফুটে উঠে কথা,
বলে যাই সুখে থেকো ওগো তৃণলতা।
কাঁদে মন কাঁদে প্রাণ গ্রাম ছেড়ে এসে,
অবসরে ছুটে গেলে তবে উঠে হেসে।

ছকবাঁধা জীবনের ক্ষত দোলাচলে,
স্মৃতিগুলো মৃত প্রায় লাভ নেই বলে।
স্মৃতি টেনে এই মন কি জানি কি পায়,
বারবার ফিরে যেতে তবু মনে চায়।

জীবন আজ পড়ন্ত শেষ ধারাপাতে,
শহুরে চিলেকোঠায় থাকি দিনেরাতে।
মাঝে মাঝে গাঁয়ে এসে যার কথা বলি,
তৃণলতা জেনে নাও মনে নিয়ে চলি।

পাড়াগাঁয়ে যতো রূপ হৃদয়ের মাঝে,
মন ভরে রূপ দিতে প্রতিদিন সাজে।
চোখ বুজে মন বলে ঘুরে আসি গাঁয়,
জীবনের সব সুখ স্মৃতির ডানায়।