আবরণে বন্ধন যতো মজবুত,
খোঁজ নিলে তাতে মিলে সরিষায় ভূত।
মানসিক চাপে থাকা সেও যে মানুষ,
অন্তরে রাখা উচিৎ কম বেশি হুশ।

আখেরি জমানা আজ ভয়হীন সাজে,
কেয়ামতের লক্ষ্মণ কথা আর কাজে।
দুনিয়ার শেষ দিন বেশিদূর নাই,
হাতে করি লাঠিপেটা মুখে বলি ভাই।

কানকথা শুনে যারা অকারণে ছুটে,
তাদের তো বুক-পিঠ কালো ঘুটঘুটে।
প্রাণঘাতী অপরের বিশ্বাস চায়,
ধ্বংস করে বংশ এগোনোটা দায়।

মন জুড়ে রঙ মেখে যতো গান গায়,
বিপদের মুখে পড়ে করে হায় হায়।
চুবানিটা খেয়ে দেখে আয়নায় মুখ,
ছাড়া পেয়ে পরে ভাবে কই গেলো সুখ।

জগতের অসভ্য মানুষের ভীড়ে,
অন্ধ কানাও জানে লাভ নাই ফিরে।
সম্মান ধরে রেখে সেও চলে যায়,
কানা মনা অকারণে কেনো নেবে দায়।

এর চেয়ে ঢের ভালো থাকো চুপচাপ,
ভুল হলে পেতে পারো ক্ষমা আর মাপ।
অপরের দোষত্রুটি টানাটানি ছাড়ো,
নিজ লাভে হতে পারো সতর্ক আরো।

দুনিয়ার ঘোর ছেড়ে পর সুখ চাও,
সমস্যা যার আছে তার কাছে যাও।
অপরের হক দাও না বলার আগে,
দিয়ে দেখো কী দারুণ আনন্দ লাগে।