শ্রাবণের রাতে আজ তারা নেই সাথে,
মেঘ নিয়ে ভাবে মন ঘাত প্রতিঘাতে।
আকাশের সব মেঘ মনে এসে ভীড়ে,
মানবতা নিয়ে মন ভাবে ধীরে ধীরে।

ভর করে চলন্ত বাতাসের গায়,
মেঘমালা চেয়ে থেকে ফিরে চলে যায়।
কতো কথা ভাবে মন নিশি রাত ঘিরে,
ছুটে চলা কালো মেঘ ছায়া ফেলে নীড়ে।

অন্ধকারে চেয়ে আছি আকাশের পানে,
এই মন কি যে চায় কালো মেঘ জানে।
মেঘের আড়ালে থেকে তারা বলে আড়ি,
মানবতা ছুড়ে ফেলে করো বাড়াবাড়ি।

ইচ্ছেটা মনে পুষে আচরণ ভালো,
খোলসেই ফুলবাবু মনে নেই আলো।
অমানুষী দেখে মন করে কিন্ কিন্,
জানে নাতো পোড়া মন কবে শুভদিন।

কেন যে এমন হলো ভাবনাটা আসে,
মন জুড়ে ভাজ ফেলে ফুটে নিঃশ্বাসে।
চেনা মুখ চেনা সুর তবু যেনো ভয়,
ভাবে মন কখন যে মানহানী হয়।

সারাদিন ভাবনারা আতঙ্কে ভাসে,
দিন শেষে রাত হলে কাছাকাছি আসে।
ভাবনাটা উঠে যায় বিনা অজুহাতে,
চারিদিক ঘিরে ধরে শ্রাবণের রাতে।

--------------------><-------------------
রচনা>>>২১/৭/২০২৪