ঘুরে ঘুরে মেঘমালা সালাম জানায়,
শ্রাবণের অপেক্ষায় ফিরে চলে যায়।
চারিদিকে চেয়ে দেখি কত ফুল পাখি,
শ্রাবণ মেঘের দিন আর নেই বাকি।

কালো মেঘ কখন যে ছুড়ে যাবে ধারা,
মন ভরে জল পাবে অপেক্ষায় যারা।
বৃষ্টির জলই হলো ফসলের মূল,
আকাশের জলে বাঁচে কৃষকের কোল।

সাজ ধরে কালো মেঘ হাতছানি দেয়,
কাছে এসে কৃষকের মনোযোগ নেয়।
হাক তুলে ডাক ছাড়ে করে ঘুরঘুর,
শ্রাবণ ধারায় ভেসে ঘুরে যাবে মোড়।

আষাঢ়ী ঢল এবার তত হয় নাই,
চাষীভাই বলে যায় আরো জল চাই।
আষাঢ়ের শেষে এলো শ্রাবণের দিন,
শেষ হবে চাষ করে কৃষকের ঋণ।

আষাঢ়ের শেষ দিন টান টান গেলো,
মেঘমালা উড়ে গিয়ে কি এমন পেলো?
এক ফোঁটা গলে নাই পড়ে নাই নিচে,
মেঘের জলের আশা পুরোটাই মিছে।

আষাঢ়টা চলে গেলো তবু এই আশা,
শ্রাবণের বারি ধারা নেবে ভালোবাসা।
মাঠঘাট ভরে যাবে থৈ থৈ জলে,
চাষী ভাই খুশি হবে হাঁটুজল হলে।