সাধু ঋষি রবি কবি চলি ভাইভাই,
অযথা টানাটানির অধিকার নাই।
সুর লয় ও ছন্দ, হয় ভালোমন্দ,
অনেকেই ভালো বলে তুমি খুঁজো গন্ধ।
কেউ দুধ পান করে কেউ করে ছানা,
রূপান্তর হয় তার, সব খানাদানা। l
যেভাবেই ঘটুক তার স্বাদের ঝিলিক,
একটাই নাম তার রূপ একাধিক।
বাঘ দেখে মনে উঠে ভয়ের সঞ্চার,
টিপেটিপে হেঁটে যেতে দোষটা কি তার।
অকারণে বলো তুমি বিড়ালের ছাও,
আসলে তো মনে মনে ভারী ভয় পাও।
নিজের লাভটা তুমি যতটুকু বুঝো,
সেইসাথে সমভাবে নিজ দোষ খুঁজো।
অকারণে পিছু লেগে মুখ করো ভার,
একবার ভেবে দেখো এ কি কারবার?
নিজের ঢোলটা তুমি নিজেই বাজাও,
দায়সারা অভিযোগ অযথা সাজাও।
কেন সাজো ফুলবাবু থাকো হীনমনে,
গায়ে ঠেলে ঝগড়াটা করো অকারণে?
এর চেয়ে ঢের ভালো থাকো চুপচাপ,
ভুল করে পেতে পারো ক্ষমা আর মাপ।
অপরের দোষত্রুটি টানাটানি ছাড়ো,
নিজ লাভে হতে পারো সতর্ক আরো।