স্বপ্নটা ফিকে যার তার মন ভারী,
অনেকেই ঋণ করে কিনে বাড়ি গাড়ি।
মন থেকে কিছু সুখ সাময়িক পায়,
আশা বেড়ে সেই সুখ স্থায়ীভাবে চায়।
যত আছে তত চায় মুখে বলে সুখী,
হাহুতাশে বুঝা যায় সেই বেশি দুখী।
প্রেম করে কেউ কেউ সুখী হতে চায়,
অসময়ে পুড়ে মরে বিরহ ব্যাথায়।
বাড়ি গাড়ি সব হলো তাতে খুশি নয়,
পর ধন লুট করে আরো বড়ো হয়।
অর্থকড়ি বেশি হলে করে পরকীয়া,
সেই দায় শোধ করে জান মান দিয়া।
জীবনের মূল কথা বুঝে উঠা ভার,
সুখে দুখে তবু করে ঘর সংসার।
শুরু থেকে মনে রাখে আশা এক বুক,
কাছে গেলে বুঝা যায় কার কত সুখ।
কারো আছে ধন জন আরো বেশি চায়,
কারো দেখি পেটেভাতে বেঁচে থাকা দায়।
সুখ পেতে কে কী চায় এটা যার যার,
এটা ঠিক প্রিয় বেশি নিজ পরিবার।
নেতৃত্ব দিয়ে কেউ বড় নেতা হয়,
ঘর থেকে কিছুদূর একা যেতে ভয়।
বড় হতে লোভে পড়ে করে নয়ছয়,
দুনিয়ায় আসলে তো কেউ সুখী নয়।
বেদনায় পিষে মন ভাবনায় গতি,
এভাবেই ছুটে আসে শেষ পরিণতি।
স্বপ্নরা আজীবন আড়ালেই থাকে,
বেলা শেষে মিশে যায় জীবনের বাঁকে।