সোনালী আভায় ভরে ডুবে যায় রবি,
প্রাণ খুলে সুধামন আঁকে জলছবি।
চারিদিকে আজ নেই কুয়াশার ভাজ,
আকাশের কোল জুড়ে বেনারসী সাজ।
শীতের প্রকোপ নেই পৌষের গায়,
ঝলমলে আলো আর সন্ধ্যাটা যায়।
গায়ে লাগে সামান্য হিম হিম ভাব,
এই দিনে ভালো লাগে খেজুরের রাব।
লাল রবি নিয়ে আসে ঝলমলে ভোর,
সেইসাথে দূর হয় কুয়াশার ঘোর।
দলবেঁধে পাখিগুলো মন খুলে উড়ে,
মাঝে মাঝে নিচে নেমে যায় ঘুরে ঘুরে।
আরামের দিন আর পরিবেশ ভালো,
আধো লাল রবি দিলো ম্রিয়মাণ আলো।
প্রীতিময় রোদ ঘেঁষা কাঁপুনি বিহীন,
মৃদু শীতে আজ গেলো ঝলমলে দিন।
পড়ন্ত মিঠা রোদে সুধাময় বোধ,
বিকিরণহীন বলে নেই প্রতিরোধ।
মাঠেঘাটে রোদে ছিলো কেউ খালি গায়,
এই সাজে পৌষ মাস বুঝা ছিলো দায়।
ঋতু ভেদে এই দিন খুব কম আসে,
কদাচিত দেখা যায় পৌষ মাঘ মাসে।
মন জুড়ে প্রীতি সুখ জমা রেখে যায়,
পৌষের সন্ধ্যায় সোনালী আভায়।