বাংলায় শরতের মুখ আজ ভার,
প্লাবন জলের ধারা হলো একাকার।
বাড়িঘর ডুবু জলে করে অসহায়,
আক্রান্ত মানুষের বেঁচে থাকা দায়।

কোন কোন এলাকায় এখনো প্লাবন,
ত্রাণ নিয়ে চলে দিন আছে অনটন।
আবদ্ধ বাড়িঘরে জমে আছে পানি,
মালামাল ভেসে গেছে আছে ঘরখানি।

ছিলো যার ঘরবাড়ি ছিলো সংসার,
বাড়িঘর ফসলাদি ডুবন্ত তার।
সোনার ফসল আজ পঁচে গলে শেষ,
কাজে লাগছে না তার কোন উপদেশ।

আজ তার দরকার ত্রাণ সহায়তা,
ডাল ভাত পাতে দিয়ে পরে বলে কথা।
সামর্থ্য যার আছে ছুটে গেলো কাছে,
বিপদটা কেটে উঠে সেও যেনো বাঁচে।

বিপদে জাত ধর্ম বাছাবাছি নাই,
এই দেশে সকলেই চলে ভাইভাই।
দুর্যোগের ঘনঘটা যখনই আসে,
সকলেই মিশে যায় এক নিঃশ্বাসে।

অসহায়ে সহায়তা বিধাতার রীতি,
মন খুলে কাছে যায় বাঁচে সম্প্রীতি।
ভাই ভাই সম্প্রীতি আছে যেই দেশে,
প্লাবনে প্রমাণ দিলো মিশে ভালোবেসে।