সময় এসেছে আজ সেই ভাবনার,
সুখস্মৃতি পেতে হলে দিতে হবে ছাড়।
দিনে দিনে যতো বাড়ে জনতার ভীড়,
চাপে পড়া পরিবেশ লাগে অস্থির।

বাড়ছে মানুষ আর দাঁড়াচ্ছে বাড়ি,
উত্তপ্ত পরিবেশ অতিরিক্ত গাড়ি।
গাছপালা কেটেছেটে ইমারত গড়ে,
ঘনবসতির চাপে হাহুতাশে পড়ে।

মনে জাগে শীতাতপ রাখা চাই ঘর,
বাহিরের উষ্ণতা বাড়ে অতঃপর।
কেউ করে বিলাসিতা কারো নাই খানা,
সামাজিক রীতিনীতি সকলের জানা।

হুশ নাই মানুষের দোষটাই বেশি,
খাইখাই আবরণে হয় এলোকেশী।
যার যার বুঝটাই ষোলোআনা বুঝে,
অপরের হক মেরে সোনাদানা খুঁজে।

সময়ে বকুল ঝরে অসময়ে কাঁদে,
লোভী সব গিলে খায় প্রেতাত্মা রাঁধে।
অর্থের মোহে পড়ে যতো করে ভুল,
জনবিস্ফোরণই এসবের মূল।

দক্ষ জনশক্তির বিকল্প নাই,
সঠিক লক্ষ্যমাত্রা স্থির করা চাই।
সমস্যা নিরসনে একটাই মান,
কারিগরি জনবল দেবে সমাধান।