রমজানে মনে ঢুকে মরণের ভয়,
সংযম থেকে হয় নেকি সঞ্চয়।
সুযোগের পুরোটাই বিধাতার দান,
সেই শানে শুরু হলো মাহে রমজান।
কখন যে এসে যায় বিদায়ের ক্ষণ,
যতো পারো করে নাও নেকি আহরণ।
রমজান জনমনে জাগরণ আনে,
সংযমে খুঁজে নাও জীবনের মানে।
সিয়ামের তাড়নায় মন হয় ভালো,
সাধনায় খোঁজে নাও জীবনের আলো।
খানাদানা পরিহারে হুশ রেখে গায়,
অতীতের পাপগুলো ধুয়ে মুছে যায়।
ভীত মনে সংযমে কম দাও ঘুম,
নেক কাজে জোর দাও এটা মওসুম।
ইফতারে প্রতিবেশী ডেকে নাও ঘরে,
পাশে বসে একসাথে খাও পেট ভরে।
বিধাতার সাথে রাখো বুক ভরা প্রীতি,
কায়মনে ধরে রাখো সিয়ামের রীতি।
ভুলনীতি পরিহারে ছাড়ো হাহুতাশ,
রমজানে গড়া সুখ রাখো বারোমাস।
মন জুড় যতবেশি শোকরানা আসে,
দিন শেষে ইফতার আনন্দে ভাসে।
প্রতিবেশী এক করে যেনো ভাইবোন,
এটা কোনো ভুল নয় সিয়ামের গুণ।