শুভদিনে প্রীতি সুখ  জাগরিত হয়,
স্মৃতিময় সেই দিন লাগে সুধাময়।
দিনভর খোলা মন ছুটে সাঁই-সাঁই,
সবচেয়ে দামী হয় সেই দিনটাই।

প্রীতিময় ভাব নিতে মন প্রাণ সাজে,
এই দিনে মিল থাকে কথা আর কাজে।
চোখ দু'টো ছুটে যায় আকাশের গায়,
খুশি মনে প্রীতি সুখ পুরোটাই পায়।

ভাব উঠে মন যতো চঞ্চল হয়,
অনুভবে মনোভাব তত শোভাময়।
ছেড়ে যেতে নাহি চায় সময়ের টান,
স্মৃতি হয়ে আজীবন থাকে ধাবমান।

বাতাসটা যদি থাকে সুনসান চুপ,
মন জুড়ে তবু থাকে ঝলমলে রূপ।
অন্ধকারে যদি আসে ঝড় উঠা বান,
সুধামন যেনো দেখে নীল আসমান।

মন জুড়ে সুখস্মৃতি ঘুমন্ত থাকে,
ধূসরিত যতো হোক তবু মনে রাখে।
প্রীতি টান তলানিতে যত থাক ডোবা,
শুভদিনে হয়ে উঠে প্রীতিময় শোভা।

পুলকিত শিহরণ ধরা পড়ে মনে,
বারেবারে মন প্রাণ যায় তপোবনে।
উৎসবে শোধ করে হৃদয়ের ঋণ,
মনে যার রঙ থাকে তার শুভদিন।