রঙ মেখে বিকশিত নিলাভিত আঁখি,
খোলা মনে আজ দেখি কতো ফুল পাখি।
ক্ষীণ স্বরে যতো বলি দেখবো না আর,
আসলে তা মনে মনে চাই বারবার।
ডালে বসে ডাকে পাখি কি মধুর সুর,
পাখিদের গান শুনে লাগে সুমধুর।
দলবাঁধা পাখিসব ডালে শোভা পায়,
যত আছে অবসাদ তলানিতে যায়।
সাঁঝের বেলায় আজ কি যে মনে চায়,
অজান্তেই মন ভরে কানায় কানায়।
গোলাপের পাপড়িতে যতো সুখস্মৃতি,
চারিদিকে মন কাড়ে শোভাময় বীথি।
প্রভাকর দিয়ে যায় ঝলমলে আলো,
স্মৃতি জুড়ে দোল উঠে মন হয় ভালো।
আকাশের নীল রঙ মৃদু লাল রবি,
নীল দিগন্তে আজ ভাসে জলছবি।
শিশিরের মৃদু ছায়া দেখি যতোদূর,
আনন্দে নাচে মন চোখে লাগে ঘোর।
কেনো লাগে সুধাময় ভাবনাতে আজ,
আসলে তা ভুল নয় কুয়াশার সাজ।
পাখিদের ডাকাডাকি শাখা জুড়ে ফুল,
অনুভবে রঙ মেখে মনে বাজে ঢোল।
মৃদু সাজে ছায়াময় কুয়াশার দানা,
শোভাময় পরিবেশ পাখিদের আনা।
মনের দুয়ারে আজ রঙ বেয়ে উঠে,
পাখিদের সাথে সাথে চারিদিকে ছুটে।
মৃদু লাল রবিটাকে দেখে লাগে বেশ,
পৌষের হিম সাজে আজ পুরোদেশ।