পরিষ্কার নীলাকাশে নাই ঘুরঘুর,
মন জুড়ে শরতের আগমনী সুর।
বাতাসের তাড়া খেয়ে উঠে যায় দোল,
কাশবাগে আজ দেখি শুধু কাশফুল।
মনের স্বপ্ন যাকে নিয়ে যায় দূরে,
হাতের মুঠোয় এসে পৃথিবীটা ঘুরে।
প্রয়োজন হয় তার ঘুরে দাঁড়াবার,
সুযোগটা করে দেয় শরতের দ্বার।
বেনারসি রঙ ধরে আকাশের সাজ,
শরতের রবি এসে ভোর হলো আজ।
রোদে আজ তেজ নেই সামান্য টান,
পাখি সব রব তোলে শুরু করে গান।
পাহাড়ের পাদদেশে নীলাভের ঢেউ,
চূড়ার উপর উঠে দেখে কেউ কেউ।
অভিলাষী দুই চোখ যতদূর যায়,
শরতের নীলমণি সেই সীমানায়।
বেরসিক মন তুমি আজ কেনো চুপ,
চোখ মেলে দেখে নাও শরতের রূপ।
ছোট ছোট ঢেউ আর মৃদু কম্পন,
জলাধারে দোল খায় ঢেউ তোলা মন।
আজ কোন সাজ নেই আকাশটা নীল,
ফুটে উঠা কাশফুল করে ঝিলমিল।
মনে থাকা বাসনাটা করে তোলপাড়,
প্রভাতেই খুলে গেলো শরতের দ্বার।