টলমলে জলে ভাসা শাপলার ফুল,
পাতিহাঁস নাড়া দেয় মৃদু খায় দোল।
লাল নীল ফুল দেখে ছুটে যায় মন,
চোখে ভাসে শরতের মূল আবরণ।
গাছে গাছে পাকা তাল শরতের ফল,
জলে ভরা খাল-বিল রূপে ঝলমল।
চলমান স্রোত দেখে তীরে গিয়ে থামি,
কাছে গিয়ে বুঝে যাই বাতাসটা দামি।
সারি সারি কাশফুলে ভরে উঠা কূল,
যারা আসে হাতে নেয় শরতের ফুল।
হিম ভাবে রোদ তাপ এক হয়ে যায়,
আনন্দে কত গান কোকিলেও গায়।
ভোর হলে ঘাসে ঝুলে শিশিরের দানা,
সুশীতল দানাগুলো বাতাসের আনা।
নীলসাজে আকাশটা শোভাময় লাগে,
হিম হিম ভাব পেয়ে শিহরণ জাগে।
মধুকর ফুলে বসে গায় প্রেমগীতি,
বাংলার কোল জুড়ে শরতের রীতি।
রাঁধুনিরা হাতে চায় গাছ পাকা তাল,
পিঠাপুলি পাতে দেয় সাথে টকঝাল।
শোভাময় বীথি জুড়ে নীলাভের ছায়া,
মনের গহীনে ঢুকে রেখে যায় মায়া।
মনোভাব ফোটে উঠে গলা আর ঠোঁটে,
শরতের ছোঁয়া পেয়ে মেঠো সুর উঠে।