নদী আনে সাগরের মোহনায় জল,
মায়া ছেড়ে খালি করে ঢালে অবিরল।
মিঠা জল নোনা জল মিশে একসাথে,
নোনা মিঠা এক হলে দোষটা কী তাতে?

নদী থেকে জল নেয় অবিরাম টানা,
সব জল শেষ হবে তাও তার জানা।
সাগরের নোনা জল মেঘ হয়ে ভাসে,
লবণটা ছেড়ে আসে স্বাদু অভিলাষে।

উড়ে আসে সাদা মেঘ আকাশের গায়,
ঘন-কালো রূপ নিয়ে ভারী হয়ে যায়।
মেঘ জমে ভারী হয়ে করে ঘুরঘুর,
ঝুম বৃষ্টি ধুমধাম বেজে উঠে সুর।

মাঠঘাট ভরে তোলে বৃষ্টির জল,
ঠেলে নেমে নদী ভরে করে টলমল।
জল পেয়ে মরা নদী পুনরায় ভাসে,
আবারো তো স্রোত হয়ে সাগরেই আসে।

হাহাকার সুর তুলে জল ছাড়া নদী,
সে কারণে লাটে উঠে মাল ছাড়া গদি।
নদী আর সাগরের ভাই ভাই টান,
জল পেয়ে নদী বুঝে কত মূল্যবান।

নোনা মিঠা ভাবা নয় এক হয়ে যাবো,
সকলের ভাবনাটা এভাবেই ভাবো।
জনমন মিশে যদি এক গান গায়,
তবে ফিরবে শান্তি সারা দুনিয়ায়।

অসত্য ব্যবহার দুনিয়ার তিতা,
অর্জন অবশেষে সব যায় বৃথা।
বদ নয় সুচিন্তা আনো নিজ রথে,
মোহমায়া ত্যাগ করো শান্তির পথে।