রজনীগন্ধা আর গোলাপের চাষ,
সাভারের মাঠ জুড়ে আছে বারোমাস।
চারিদিক ঘুরে দেখে কাটে সারাদিন,
তরুছায়া ভরে মন করে উদাসীন।

চোখের পলকে থাকে শোভাময় বীথি,
বেলী জবা জুঁই আর গোলাপের প্রীতি।
বোঁটা ধরে ঝুলে থাকা ফুল আর কলি,
চেরি জবা জুঁই বেলী কার কথা বলি।

পরিযায়ী পাখিসব জলে শোভা পায়,
এটা দেখে অবসাদ তলানিতে যায়।
গোলাপের পাঁপড়িতে যতো রঙ ভাসে,
দোল উঠা ফুলগুলো মিঠা রোদে হাসে।

ফুলের বাগানগুলো সাভারের নাড়ি,
পাশাপাশি গড়ে উঠা মনোরম বাড়ি।
মন ভরে দেখা যায় বাগানের ফুল,
পাখিদের উড়াউড়ি জলে উঠে দোল।

পথে গেলে দুই পাশে তৃণলতা জাগে,
লোকে বলে খানা নয় প্রশান্তি আগে।
স্থানীয় ও অতিথিরা চলে ভাইভাই,
সাভারের জনপদ ঘুরে দেখা চাই।

বাহারি রঙের ফুল মন ছুঁয়ে যায়,
পাখি দেখে এই মন কতো গান গায়।
মধুকর ফুলে বসে গায় প্রেমগীতি,
শুধুই সাভার নয় জগতের রীতি।

ফুল ছাড়া হয় নাতো মঞ্চের সাজ,
বর-কনে  বরণের যতো কারুকাজ।
চাহিদা পূরণ করে এটা নয় ভুল,
শহরের মল ভরে সাভারের ফুল।