অশান্ত রেমালের ভয়ঙ্কর রূপ,
কালো টিপ এঁকে দিয়ে আজ হলো চুপ।
তীব্র জলোচ্ছ্বাস আর ঘূর্ণিতে ধস,
বাংলার উপকূল হলো তছনছ।

ছিন্ন-ভিন্ন হলো টেলিযোগাযোগ,
গাছপালা পড়ে গিয়ে এলো দুর্ভোগ।
ছুড়ে দিলো অশান্ত রেমালের ঝাড়ি,
ডুবে গেলো পথঘাট উড়ে গেলো বাড়ি।

চিংড়ির ঘের আর ভাসে বাড়িঘর,
চাষ করা মাছগুলো আজ হলো পর।
ভেসে গেলো সব মাছ ছুটে আসা জলে,
ভাসে বাড়ি ভাসে ঘর রেমালের ছলে।

জলের অতলে আজ ফসলের মাঠ,
বাঁধ ভাঙা জল ঢুকে নেই পথঘাট।
বাড়িঘর ভেসে আজ জলে নিলো ঠাঁই,
বিপদে পতিত আজ আমাদের ভাই।

নিঃস্ব হলো আজ কত শত লোক,
তবুও বেঁচে থাকার আশা এক বুক।
দরকার শুধু তার সেই সহায়তা,
যেনো তার ফুটে উঠে জীবনের কথা।

এগিয়ে এসো দরদী মানব সমাজ,
যারা হলো ছিন্নমূল ঠাঁই দাও আজ।
মানবতার খাতিরে যতদূর যাবে।
বিধাতার প্রতিদান একদিন পাবে।

কখন বিপদ আসে কারো নেই জানা,
রেমালের মুখে যারা তারা আজ কানা।
অতি উঁচু আশা তার বড়ো বেশি নাই,
বানবাসী কেঁদে বলে সাহায্য চাই।