আকাশের সব নীল সাগরের জলে,
ঘন নীল রূপ ধরে সন্ধ্যাটা হলে।
নীলাকাশ নেমে আসে দৃষ্টির কোলে,
সুধামন জল ঘেঁষে দোলদোল দোলে।

যতোদূর চোখ যায় মরি হায়হায়,
জল দেখে মন বলে ঠিকানা কোথায়?
তীরে এসে পোড়া মন নীল রূপ ধরে,
নীলাভ জলের সাথে ভালোবাসা গড়ে।

জল ছেড়ে ফিরে যেতে মনে নাহি চায়,
বারেবারে দুই চোখ ছুটে চলে যায়।
নীল ছোঁয়া আসমান চেয়ে থাকে ঘিরে,
আঁধারের তলানিতে পড়ে ধীরে ধীরে।

জল ঘেঁষা হাওয়াটা শিহরণ আনে,
সুধামন ভরে নিতে বলে কানে কানে।
জল তরঙ্গ আর ছোট ছোট ঢেউ,
নীলে ভরা মনে এসে পাল তোলে সেও।

আকাশটা ফাঁকা হলে সব নীল নামে,
মায়াবী নীলাভ রূপ জলে এসে থামে।
আনমনে চোখ যায় ঘোর লাগা জলে,
কূলে এসে মন ভরে সাঁঝ বেলা হলে।

অথৈ সাগরের বুকে কূলহীন জল,
আকাশের নিচে যেনো নীল সমতল।
ঘন নীলে হার মেনে তলানিতে রবি,
তুলি হাতে সুধামন আঁকে জলছবি।