সাগরের বুকে আজ চাঁদ নেমে আসে,
নীল জলে ঘননীল আকাশটা ভাসে।
জোছনার আলো দেখে
সব নীল বুকে এঁকে
সুধাময় মন যায় সেই নীল চাষে।

তীর ঘেঁষা বালুচরে কূল ঘেঁষা জল,
আকাশের নিচে যেনো নীল সমতল।
ভাসমান সব নীল
জলে করে কিলবিল
মন বলে কত নীল নিয়ে যাবে বল্।

ঘননীল আকাশের সাদা চাঁদ ঘিরে,
জোছনার আলোটাও নীল হয়ে ভীড়ে।
জোছনার জল ছায়া
পূর্ণ চাঁদের মায়া
মায়াবী ছায়ার টান সাগরের তীরে।

ছানা ভরা চোখ মেলে ঘোরে দোলে মন,
ঘোরের মাঝেই যেনো পাল তোলে ক্ষণ।
সাগরের কূল ঘেঁষে
মন যায় জলে ভেসে
সব নীল মনে এসে তোলে আলোড়ন।

নীল মন নীল জলে যায় বারবার,
সেইসাথে খুলে আজ মনের দুয়ার।
অনন্ত জলাশয়
আরো কত নীল হয়
তীরে এসে অপেক্ষা রাত বারোটার।

জোছনার তরী বেয়ে সব মনে ঢুকে,
নিশি রাতে যত সুখ আছে ইহলোকে।
মনে যদি সুখ চাও
আজ তুমি দেখে যাও
আকাশের সব নীল সাগরের বুকে।