উত্তাল সাগর আজ ভারী উপকূল,
ঢেউগুলো ছুটে এসে জলে উঠে দোল।
জোয়ারের আনাগোনা বৃষ্টির হানা,
ঝুম বৃষ্টি দিনরাত আছে একটানা।

অজানা ভয়ের মাঝে সব মুখ কালো,
জানমালে ক্ষয়ক্ষতি না হলেই ভালো।
শঙ্কার ডঙ্কা বাজে অশান্ত কূল,
মাঝিমাল্লা বাড়ি ফিরে তুলে মাস্তুল।

উপকূলবাসী আজ হাহুতাশে ভোগে,
আজ কোনো কাজ নেই মহা-দুর্যোগে।
ঘাটে বাঁধা সাম্পান ফুঁসে উঠা জল,
মাঝিমাল্লা ঘরে বসে আছে শত দল।

জলোচ্ছ্বাসে নোনাজল উপকূলে ছুটে,
কানফাটা আওয়াজে ফুলে ফেঁপে উঠে।
একে একে উঁচু ঢেউ তীরবেগে আসে,
উথাল-পাতাল জলে উপকূল ভাসে।

বিরূপ হাওয়া আর সেইসাথে ঝড়,
ট্রলারের ধীর গতি কাঁপে থরথর।
অশান্ত জলে নেমে মাছ ধরে নিতে,
জেলে দল উপকূলে পড়ে তলানীতে।

ভেসে গেলো পথঘাট জমে উঠা পানি
খানাদানা পাতে নেই আছে টানাটানি।
মাছ ধরে টাকা পায় তবে কিনে মাল,
উপকূলে এই হলো জেলেদের হাল।