মেঘে ভাসা রংধনু ক্ষণিকের ছায়া,
তবু যেনো সাত রঙে ঘোর লাগা মায়া।
আলোর ঝিলিক উঠে আকাশের গায়,
ক্ষণিকের রংধনু দোলা দিয়ে যায়।

জীবনের গতিপথ সোজা নয় বাঁকা,
সেইসাথে খানিকটা জল রঙ আঁকা।
ঘুরে ঘুরে জীবনটা যায় যেই ঘাটে,
ছায়া দিতে জল রঙ তার সাথে হাঁটে।

জীবনের রঙ নিয়ে কেউ পড়ে ঘোরে,
কেউ তার দেখা পায় কেউ থাকে দূরে।
মনে যদি রঙ লাগে ধরে রাখা দায়,
ক্ষণিকের ছায়া দিয়ে দূরে সরে যায়।

দিন যায় রাত আসে আবারো তো দিন,
রবি এসে আঁধারের শোধ করে ঋণ।
দুনিয়ায় আলো আর আঁধারের খেলা,
স্বপ্ন দেখে দেখেই শেষ হয় বেলা।

যৌবনের হাসিমুখে কত ফুল ফুটে,
বিদায়ের ক্ষণে হয় কালো ঘুটঘুটে।
ভয় জেগে দুই চোখ করে ছলছল,
ইহকালে শেষ দমে আসে চোখে জল।

কেঁদে আসে দুনিয়ায় বিদায়েও কাঁদে,
শেষ নিঃশ্বাসে তার ছায়া পড়ে চাঁদে।
মাঝপথে জল রঙ ক্ষণিকের অনু,
বর বধু সেজে শেষ সেই রঙধনু।