আজ দিলো চাষীভাই রবি চাষে মন,
আলু মূলা চাষ করে গড়ে জংশন।
সীম মরিচ টমেটো পেয়াজের চাষ,
বেগুনের টাল তুলে পার করে মাস।
কলাইয়ের পাশাপাশি রসুনের সারি,
গম ভুট্টা চাষ কর ভরে উঠে বাড়ি।
মূলা পুঁই লাল শাক ক্ষেত ভরে রাখে,
উপরে মাচাঙ করা লাউ ঝুলে থাকে।
পালং শাকের মান কম নয় বেশি,
গাজরের চাষে তার আছে মেশামেশি।
ক্ষেতে গিয়ে কাজ করে ঘন কুয়াশায়,
রবি চাষ ভালো হলে মন ভরে যায়।
লাল শাক ভুনা ভুনা মূলা শাক ভাজা,
শীতকালে ভারী মজা হয় যদি তাজা।
আছে নানা ভিটামিন সেইসাথে গুণ,
কড়া ভাজা করে নাও সাথে তেল নুন।
রান্নাটা ভালো হলে জিভে স্বাদ বাড়ে,
ভাজি খেয়ে কড়াইটা খালি করে ছাড়ে।
পালং-কলাই শাক সাথে কিছু আলু,
লাউ শাক পুঁই শাক চিংড়িতে ভালো।
রোজ রোজ তাজা শাক যত বেশি খাবে,
খেয়ে দেখো তত বেশি বাহুবল পাবে।
ভিটামিন পেতে হলে শাক রাখা চাই,
পুষ্টি আর গুণে মানে এর জুড়ি নাই।
টাটকা শাকের সাথে আলু মূলা মিশে,
খেয়ে দেখো সেই স্বাদ হুশ ফিরে দিশে।
ধরণীতে কেউ নাই তার সমতুল,
ভেবে দেখো চাষীভাই আয়োজনে মূল।